Letest Update

অ্যান্ড্রয়েড কিউ সংস্করণ আসছে হুয়াওয়ের কিছু ফোনে !


   photo credit : gsmarena

অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের স্বত্বাধিকারী গুগলের সাথে হুয়াওয়ের সম্পর্কের টানাপোড়নের মধ্যেই হুয়াওয়ে বলছে তাদের ১৪ টি স্মার্টফোন অ্যান্ড্রয়েডের সর্বশেষ সংস্করণ এন্ড্রয়েড কিউ আপডেট পেতে যাচ্ছে।

উল্লেখ্য, অ্যান্ড্রয়েড কিউ সংস্করণের এর উপর ভিত্তি করে বানানো সর্বাধুনিক এই ইএমইউআই ১০ ইন্টারফেস স্মার্টফোন ব্যাবহারকারীদের অভিজ্ঞতার উপর ভিত্তি করে নির্মান করা হয়েছে। আর এবার সেই আপডেট পেতে যাচ্ছে হুয়াওয়ের ১৪টি স্মার্টফোন। এর মধ্যে বর্তমানে জনপ্রিয় পি৩০ ছাড়াও রয়েছে মেট২০ এবং পি স্মার্ট সিরিজের ফোনগুলো। এক নজরে দেখে নেওয়া যাক কোন কোন ফোনগুলো এই আপডেট পাবেঃ

Huawei P30 Pro
Huawei P30
Huawei P30 Lite
Huawei Mate 20 Pro
Huawei Mate 20
Huawei Mate 20X 5G
Huawei P20 Pro
Huawei P20
Huawei P Smart 2019
Huawei P Smart+ 2019
Huawei P Smart Z


এছাড়া অপর এক সূত্রে জানা যায়, অনর ২০ লাইট, অনর ২০ এবং অনর ২০ প্রো ফোনগুলোও পর্যায়ক্রমে অ্যান্ড্রয়েড কিউ আপডেট পাবে।


No comments